কলকাতা

যাদবপুরের বেসরকারি হাসপাতালে প্রায় ১৫ কোটির প্রতরণা কাণ্ডে গ্রেফতার ১

হাসপাতালের পরিকাঠামো উন্নত করিয়ে দেওয়ার নাম করে প্রায় ১৫ কোটি টাকার প্রতরণা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার এক অভিযুক্ত ৷ ধৃতের নাম রাজীব ঘোষ ৷ ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ৷ লালবাজার সূত্রে খবর, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথিপত্র ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, “ধৃত রাজীব ঘোষ নিজেকে একজন ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়। সেই পরিচয় দিয়ে যাদবপুর থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে জাল নথি জমা দিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের পরিকাঠামো উন্নতি করার জন্য হাসপাতালের থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করে ৷ পরে তার সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করতে পারেনি হাসপাতাল ৷ আরও পরে হাসপাতালের তরফে স্থানীয় যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷”পরে এই ঘটনার তদন্তভার স্থানীয় থানার থেকে চলে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে ৷ তদন্তে নেমে একাধিকবার গোয়েন্দারা সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ হাসপাতালের তরফে পুলিশেকে জানানো হয়, তাদের যাবতীয় টাকা অনলাইনের মাধ্যমে রাজীবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ৷ এরপর রাজীবের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ঘেঁটে দেখেন তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে, রাজীব ঘোষ নামে ওই ব্যক্তি নিজেই যাবতীয় টাকা আত্মসাৎ করেছে ৷ আরও জানা যায়, তার বাড়ি কড়েয়া থানা এলাকায় ৷ তবে একাধিকবার বাড়িতে পুলিশ গেলেও তার দেখা পায়নি ৷ এরপরে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার তদন্তকারীরা জানতে পারেন যে রাজীব কড়েয়া থানা এলাকায় তার বাড়িতে এসেছে ৷ সেই মতো এদিন বিকেলে রাজীব ঘোষ নামে ওই ব্যক্তিকে কড়েয়া থানা এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ তাকে আগামিকাল আদালতে পেশ করবে পুলিশ ৷ তাকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানা গিয়েছে ৷