বিদেশ

বাংলাদেশের অশান্তির মূলচক্রী ইকবাল হোসেনকে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করল পুলিশ

কক্সবাজার থেকে গ্রেফতার বাংলাদেশে পুজো-মণ্ডপে হামলার ঘটনার মূল চক্রী ইকবাল হোসেন। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। রাত ১১টা নাগাদ সুগন্ধা সৈকত থেকে পাকড়াও করা হয়েছে তাকে। সূত্রের খবর, ইকবালকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। গতকাল রাতে সিসিটিভি ফুটেজ দেখে ইকবালকে চিহ্নিত করে পুলিশ। উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত চিহ্নিত এই ব্যক্তি মসজিদ থেকে কোরান নিয়ে এসে, পুজো মণ্ডপে রেখেছিল! এরপরই কোরানের অপমানের গুজবে, পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো মণ্ডপে হামলা। হিন্দুদের বাড়ি দোকানে-ভাঙচুর-আগুন, মন্দিরে তাণ্ডবের ঘটনা ঘটে। জানাল বাংলাদেশ প্রশাসন। সিসিটিভির যে ফুটেজ পুলিশের হাতে এসেছিল তাও দেখিয়েছে পুলিশ। কুমিল্লা জেলার পুলিশ জানিয়েছে, ১৩ অক্টোবর অর্থাত অষ্টমীর দিন গভীর রাতের এই ফুটেজে যাকে দেখা যাচ্ছে, সেই ইকবাল! ফুটেজে দেখা যাচ্ছে, এই যুবক মসজিদ থেকে কোরান হাতে বেরিয়ে আসছে। তারপর হাঁটতে হাঁটতে সে ঢুকে যাচ্ছে নানুয়ায় দিঘির পাড় পুজো মণ্ডপে। কিছুক্ষণ পরে দেখা যায়, হাতে হনুমানের গদা নিয়ে মণ্ডপ থেকে বেরিয়ে আসছে ইকবাল। সেই সময় তার হাতে কোরান ছিল না।