জেলা

বীরভূমের খয়রাশোলে অবৈধ কয়লা মজুত রুখতে গিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, গুলিবিদ্ধ ২

আজ বীরভূমের খয়রাশোলে ধুন্ধুমার কাণ্ড। অবৈধ কয়লা মজুত রাখা রোখার অভিযানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াল বীরভূম জেলা পুলিশ। দীর্ঘদিন ধরেই অভিযোগ বীরভূমের খয়রাশোলের লোকপুর থানার অন্তর্গত নয়াপাড়া গ্রামে অবৈধ কয়লাখনি থেকে কয়লা খনন করে মজুত করা হচ্ছে। যা রুখতে শুক্রবার অভিযানে যায় বীরভূম জেলার বিশাল পুলিশ বাহিনী। আর সেখানেই পুলিশকে দেখে ইট-পাটকেল ছুঁড়তে থাকে কয়লা পাচারকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু কয়লা পাচারকারীরা ক্রমশ আঘাত আনতে থাকে পুলিশের উপর। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই থানার ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে শূন্যে গুলি চালানো হয়। যার জেরে দু’জন কয়লা পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও বীরভূম জেলা পুলিশের তরফে সেই বিষয়ে কিছুই জানানো হয় নি। জানা গিয়েছে, ওই গ্রামে বেশ কিছুবছর ধরেই জামুড়িয়া থেকে অজয় নদ পেড়িয়ে কয়লা চুরির ঘটনা ঘটেই থাকে। যা বন্ধ করতেই শুক্রবার অভিযানে যায় পুলিশ। ইদানিং পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে কয়লা এনে বাড়িতে মজুত করা হচ্ছিল বলে খবর। শুক্রবার পুলিশ কয়লা বাজেয়াপ্ত করার জন্য অভিযান চালালে গ্রামবাসীরা বাধা দিতে থাকেন। এরপর পুলিশের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের।