দেশ

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ৮ জেলায় ৩৮টি ভুয়ো ব্যাংক-এর শাখা খুলে ১৭ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ৩

উত্তরপ্রদেশের আটটি জেলায় ৩৮টি শাখা খুলে ভুয়ো ব্যাঙ্ক খোলার অপরাধে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনের ভুয়ো কাগজ তৈরি করে ব্যাঙ্ক খোলা হয়। তারপর এমন দাবি করে কর্মী নিয়োগ করা হয়। উত্তরপ্রদেশের আট জেলায় খোলা হয় এই ভুয়ো ব্যাঙ্কের মোট ৩৮টি শাখা। মোটা অর্থের সুদের লোভ দেখিয়ে বিভিন্ন জায়গা, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের সেই ভুয়ো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়। রীতিমত ওয়েবসাইট খুলে অনলাইনেও টাকা জমা নেওয়া হয় সেই ভুয়ো ব্যাঙ্ক। শতাধিক মানুষকে মিথ্য়া প্রতিশ্রুতি দিয়ে মোট ১৭ কোটি টাকা তোলে সেই প্রতারক। প্রথমে ঠিকমত সুদ দেওয়ার, কয়েক মাস পর বন্ধ হয়ে যেতেই পুলিশের কাছে জমা পড়ে অভিযোগ। এরপরই তদন্তে দেখা যায় সবটাই বড় প্রতারাণা। প্রতারক চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।