দিল্লি সংঘর্ষ সংক্রান্ত একটি খুনের মামলায় তিন অভিযুক্তকে জামিন দিল আদালত। যে ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে ওই তিন জনের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছিল পুলিশ, তা খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। পরিবর্তে সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি ফুটেজকে বেশি বিশ্বাসযোগ্য মনে করা হয়েছে। তার ভিত্তিতেই ওই তিন অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ‘শাহিদ নামে ওই ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ তো দূরের কথা, পারিপার্শ্বিক বা ফরেন্সিক প্রমাণও পাওয়া যায়নি।’ গত এপ্রিল থেকে প্রায় ১০ মাস ধরে জেলবন্দি ছিলেন ওই তিন অভিযুক্ত- জুনায়েদ, চাঁদ মহম্মদ এবং ইরশাদ। পুলিশের বক্তব্য ছিল, উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগ এলাকার সপ্তর্ষি বিল্ডিং-এর ছাদে দাঁড়িয়ে মুসলিমদের একটি দল হিন্দুদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। সেই দলেই ওই তিন অভিযুক্ত ছিলেন। তাঁরা ছাদ থেকে গুলি, পাথর ছুড়ছিলেন। সপ্তর্ষি বিল্ডিং-এর ছাদে শাহিদ ওই ব্যক্তিও ছিলেন। গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি যে ফুটেজ আদালতে পেশ করেছে, তাতে দেখা গেছে, সপ্তর্ষি বিল্ডিং থেকে গুলি চলেনি। বরং ঠিক তার উল্টোদিকে মোহন নার্সিং হোমের ছাদ থেকে গুলি ছোড়া হয়েছিল। আদালত এদিন জানিয়েছে, সপ্তর্ষি বিল্ডিং-এর ছাদে যা ঘটেছিল, তার উপর ভিত্তি করেই মামলা দিয়েছে পুলিশ। বিচারক সুরেশ কুমার কায়েত বলেন, ‘এনডিটিভিতে রবীশ কুমারের প্রাইমটাইম শো-তে যে ভিডিও সম্প্রচারিত হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, মোহন নার্সিং হোমের ছাদ থেকেই গুলি ছোড়া হয়েছিল। যিনি গুলি ছুড়েছেন, তাঁর মাথায় হেলমেট ছিল। রুমাল দিয়ে সেই অস্ত্র ঢাকতে দেখা গেছে অন্য একজনকে।’ আর তা ছাড়া দাঙ্গার সময়ে নিজের সম্প্রদায়েরই একজনকে খুন করেছেন অভিযুক্তরা, পুলিশের এই যুক্তি মানতে পারেননি বিচারক। ফাইল চিত্র।