হাওড়ার হ্যাং স্যাং মোড়ে (বেলেপোল) একটি সন্দেহজনক গাড়িকে আটক করল কর্তব্যরত ট্রাফিক পুলিস কর্মীরা। সেই গাড়িটি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। এরপর ট্রাফিক পুলিস খবর দেয় স্থানীয় থানায়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আটক করা হয়েছে গাড়িটিকে।