কলকাতা

কোকেন কান্ডে পামেলা-রাকেশ ছাড়া আর কারা কারা জড়িত রহস্যভেদ করতে ৩ রাজ্যে তল্লাশি, ১২ জনকে জেরা

কোকেন কান্ডে পামেলা-রাকেশ ছাড়া আর কারা জড়িত? কারা বিজেপি নেতা-নেত্রীর কাছে পৌঁছে দিত কোকেন? এই প্রশ্নের উত্তরের সন্ধানে তিন রাজ্যে তল্লাশি চালাল পুলিশ। ঘটনার শিকড়ে পৌঁছতে ইতিমধ্যেই ১২ জনকে জেরা করেছেন লালবাজারের গোয়েন্দারা। শীঘ্রই পুলিশি জেরার সম্মুখীন হতে হবে আরও ১২ জনকে। তাঁদের মধ্যে সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। পুলিশের তরফে জানা গিয়েছে, কোকেন কাণ্ডের রহস্যভেদ করতে বাংলার পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যের বিশেষ কিছু এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। এর থেকেই কোকেন কোথা থেকে আসত, কীভাবে তা পৌঁছত বাংলায়, তা জানা যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে পামেলা বারবার তাঁর ব্যাগে মাদক রাখার অভিযোগ তুলেছেন অমৃত নামে এক যুবকের বিরুদ্ধে। তাঁর খোঁজও শুরু করেছে পুলিশ। তাঁকে নাগালে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।