কলকাতা জেলা

মমতার জন্য থামেনি ভোটগ্রহণ, পুনরায় ভোট হচ্ছে না নন্দীগ্রামে, কমিশনে রিপোর্ট বিবেক দুবের

নন্দীগ্রামের কোনও বুথে নতুন করে ভোট হচ্ছে না। বৃহস্পতিবার রাজ্যের বহু প্রতীক্ষিত আসনে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তাঁর রিপোর্টে উঠে এসেছে নন্দীগ্রামের বয়ালে বহুল চর্চিত ৭ নম্বর বুথের প্রসঙ্গ। কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে আনা গেল না? এগুলি নিয়ে দুবে ব্যাখা দিয়েছেন সেখানে। সূত্রে খবর, গতকাল বয়ালের ৭ নম্বর বুথের বাইরে যে পরিমাণ মানুষের জমায়েত হয়েছিল, সেই অবস্থায় নন্দীগ্রামের ‘ভিআইপি’ তৃণমূল প্রার্থীকে বাইরে বের করে আনার মতো পরিস্থিতি ছিল না। রিপোর্টে এই কথা সাফ উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকাও যে ছিল সদর্থক, সে কথাও উল্লেখ করেছেন বিবেক দুবে। আইপিএস নগেন্দ্র ত্রিপাঠীর নেতৃত্বে কীভাবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির মোকাবিলা করেছে, সে কথাও তিনি লিখেছেন। কমিশনে দেওয়া রিপোর্টে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন বিবেক দুবে। বিজেপির পক্ষ থেকে একাধিকবার অভিযোগ তোলা হলেও তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ওই বুথে থাকাকালীন গোটা সময়টায় ভোটপ্রক্রিয়া কোনও ভাবে ব্যাহত হয়নি।