অসমে বেআইনি দখলদারদের জমি থেকে উচ্ছেদের অভিযান ঘিরে রণক্ষেত্র সিপাঝড়। চলল গুলি। পুলিশের গু লিচালনায় অন্ততঃ দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে জখম হয়েছেন অন্ততঃ ৭ পুলিশকর্মী। দরং জেলা প্রশাসনের কর্তারা উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন সিপাঝড়-ঢোলপুর এলাকায়। সঙ্গে ছিলেন সশস্ত্র নিরাপত্তাকর্মীদের বিশাল বাহিনী। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা লাঠি, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। কিন্তু তাতেও সামাল দিতে না পেরে, উল্টে আক্রান্ত হয়ে পুলিশ গুলি চালায়। দুজন মারা যায়। বৃহস্পতিবার ৫০০র বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়। গত সোমবার ৮০০-র ওপর পরিবারকে উচ্ছেদ করা হয়। তারা প্রায় সাড়ে চার হাজার বিঘা জমি দখল করে বসবাস করছিল। সেখানে ধর্মস্থানও গড়ে ওঠে। আজকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে। অসম কংগ্রেস সভাপতি ভূপেন বোরা পুলিশের গুলিতে প্রাণহানির তীব্র নিন্দা করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন।