রাকেশ সিংকে গতকাল রাতেই লালবাজারে হাজিরার নোটিস পাঠিয়েছিল পুলিশ। পামেলা কাণ্ডে রাকেশ সিংয়েক জেরার জন্য তলব করা হয় বিজেপি নেতাকে। কিন্তু তিনি যেতে রাজি হননি। পুলিশকে বিজেপি নেতা জানান, দিল্লিতে আগামী দুদিন কাজ থাকায় তিনি যেতে পারবেন না। এর কয়েক ঘন্টার মধ্যেই রাকেশ সিংয়ের চিড়িয়াখানা সংলগ্ন বাড়িতে হাজির হয় পুলিশ। সেই সময়ই তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয় ওই বিজেপি নেতার ছেলে। রাকেশের বাড়ির দরজা বন্ধ করে দেয় সিআইএসএফ। তল্লাশির কাগজ পরিবারের হাতে দেওয়ার দাবি করেন রাকেশ সিংয়ের ছেলে। পরে রাকেশ সিংয়ের ছেলে সিআইএসএফ-রক্ষীদের বাড়ির মূল দরজার সামনে থেকে সরে যেতে বলেন। বিজেপি নেতার বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। ইতিমধ্যেই বিজেপি নেতার বাড়িতে তল্লাশিতে এসে পুলিশ রাকেশ সিংয়ের দুই পরিচারককে গ্রেফতার করেছে। এদিকে হাইকোর্টেও ধাক্কা খেলেন বিজেপি নেতা। গ্রেফতারি এড়াতে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ নিয়ম মেনেই সব কাজ করেছে বলে পর্যবেক্ষবেক্ষণে জানিয়েছে আদালত। এখনই কোকেন মামলার তদন্তে আদালত হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানানো হয়েছে। বিজেপির নেতার করা হাইকোর্টেমামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, রাকেশের এই আবেদনের তেমন কোন গুরুত্ব নেই।