রবিবারে সাতসকালে চাঞ্চল্য মা ফ্লাইওভারে। এদিন সকালে হঠাৎই ব্রিজের রেলিংয়ে উঠে পড়ে এক যুবক। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম আনোয়ার শেখ। রেলিংয়ে উঠে গিয়ে সেখানে বসে চা, জলখাবার খাচ্ছিল সে। প্রায় কয়েক ঘন্টা ধরেই সেখানে বসেছিল আনোয়ার। পুলিশের নজরে বিষয়টি আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় মইয়ের সাহায্যে সুস্থভাবে নামিয়ে আনা হয় ওই যুবককে। কী কারণে ওই যুবক ব্রিজের রেলিংয়ে উঠল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।