কলকাতা

‘রাজনৈতিক হত্যা বন্ধ হওয়া দরকার’, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর টুইট রাজ্যপালের

রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার । মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে উদ্বেগপ্রকাশ করে টুইটারে এই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় রাজভবনে ডাকা হয়েছিল ACS এবং DGP-কে । কিন্তু তাঁদের পরিবর্তে বৈঠকে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । বৈঠক শেষে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, “রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে । আমি আশাবাদী, রাজ্যের এই আইনশৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের অবক্ষয়ের বিষয়গুলি মুখ্য২৪ পরগনার টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা তথা বিদায়ী কাউন্সিলর মণীশ শুক্লা । এই খুনের জন্য তৃণমূলকেই দায়ি করে বিজেপি।যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে । পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, এই খুন বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার পরই টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বি টি রোড অবরোধ করা হয় ।

https://twitter.com/jdhankhar1/status/1313027469130129409