দেশ

‘আমি যোগী, পূর্ণ সময়ের রাজনীতিক নই’, মোদির উত্তরসূরি প্রসঙ্গে মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  আদিত্যনাথের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাকি রাজস্থান, মধ্যেপ্রদেশের বা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের মতো সংঘ-ঘনিষ্ঠ কেউ ? কে হতে পারেন নরেন্দ্র মোদির উত্তরসূরি ? এই প্রশ্ন যখন দিল্লির ক্ষমতার অলিন্দে প্রায়শই ঘুরে বেড়ায়, ঠিক সেই সময় যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, রাজনীতি তাঁর জন্য পুরো সময়ের পেশা নয়, তিনি এখনও একজন যোগী। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্যনাথ তাঁর এবং বিজেপি’র কেন্দ্রীয় নেতাদের মধ্যে মতপার্থক্যের খবর উড়িয়ে দিয়ে তিনি জানান, দলের কারণেই তিনি এখনও মুখ্যমন্ত্রীর আসনে আছেন। তিনি বলেন, “দলের কেন্দ্রীয় নেতাদের সাথে মতপার্থক্য রেখে আমি কি চেয়ারে থাকতে পারি ?” আদিত্যনাথ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানান, মতপার্থক্য নিয়ে এই ধরনের জল্পনা করা বা কারও মুখ বন্ধ তিনি করতে পারবেন না।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তাঁর প্রতি সমর্থন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, হিন্দুত্ববাদী সংগঠন ‘ভারতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ যে কাউকে সমর্থন করে এবং যারা সঠিক পথে ফিরে যেতে চায় না, তাদের তারা সবসময় অনুপ্রাণিত করবে। তিনি আরও জানান, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁকে উত্তরপ্রদেশের জনগণের সেবা করার জন্যে বেছেছে এবং সেটা করে যাওয়াই তাঁর প্রাথমিক দায়িত্ব ও কর্তব্য।যোগী বলেন, “আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং দল আমাকে রাজ্যের জনগণের সেবা করার জন্য নিয়োগ করেছে।” ভাবি প্রধানমন্ত্রী হিসেবে জনগণের একাংশের কাছে তাঁর গ্রহণযোগ্যতা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আদিত্যনাথ বলেন, “রাজনীতি আমার জন্য পুরো সময়ের কাজ নয়। শেষ পর্যন্ত আমি মনেপ্রাণে একজন যোগী (সন্ন্যাসী)।”