বিনোদন

গীতিকার বেনির সঙ্গেই বাগদান সারলেন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ

দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান পর্ব সারলেন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। আজ, বৃহস্পতিবার সকালেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এদিন ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে একাধিক ছবি দিয়েছেন সেলেনা। যার সবকটাতেই তাঁকে বাগদানের আংটি পরে থাকতে দেখা গিয়েছে। তবে সূত্রের খবর বাগদান হয়ে গেলেও এখনই বিয়ে করছেন না বেনি ও গায়িকা সেলেনা। ২০২৩ সালের জুন মাস থেকেই সম্পর্কে রয়েছেন মার্কিন গীতিকার বেনি ব্লাঙ্কো ও গায়িকা সেলেনা। তখন থেকে একসঙ্গেই থাকছিলেন দু’জনে। গোড়ার দিকে কিছু না জানালেও ছ’মাস পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন সেলেনা ও বেনি। যদিও আংটি বদলের বিষয়টি সকলের অগোচরেই হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেলেনাকে নিজের ভালো বন্ধু হিসেবেই বরাবর দেখেন বেনি। একাধিক সাক্ষাৎকারে সেই কথা বলতেও দেখা গিয়েছে এই আমেরিকান গীতিকারকে।