রহস্যজনকভাবে মৃত্যু হল তামিল অভিনেত্রী ভি জে চিত্রার। বুধবার সকালে আচমকাই চেন্নাই সংলগ্ন একটি হোটেলের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হল অভিনেত্রীর দেহ। জানা যায়, মঙ্গলবার ইভিপি ফিল্মসিটি থেকে শ্যুটিং সেরে রাত আড়াইটে নাগাদ হোটেলে ফেরেন চিত্রা। সেখানে হবু স্বামী হেমন্তের সঙ্গেই থাকছিলেন অভিনেত্রী। এরপর কী তিনি আত্মহত্যা করেন? কেনই বা আত্মহত্যা করলেন অভিনেত্রী? সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। বছর ২৮-এর এই তামিল অভিনেত্রীকে খুন করা হয়েছে বলেও, তাঁর অনুরাগীদের মধ্যে অনেকেই ট্যুইট করে আশঙ্কা প্রকাশ করেন। কেন ওই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু হল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিসের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার সকালে চেন্নাই সংলগ্ন ওই হোটেলের ঘর থেকে ভি জে চিত্রার দেহ উদ্ধারের পরপরই পুলিসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিস পৌঁছে অভিনেত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পান্ডিয়ান স্টোর্স নামে একটি জনপ্রিয় শোয়ে দেখা যায় চিত্রাকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে সহকর্মী এবং ভক্তদের মধ্যে।