প্রাণের এক ক্ষীণ সম্ভাবনা রয়েছে শুক্র গ্রহে। সম্প্রতি এমনই কথা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই গ্রহের আকাশে ভাসমান মেঘে যে ঝাঁঝালো গ্যাস থাকে, তার মধ্যে ক্ষীণ প্রাণের উপস্থিতি আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, ওই গ্রহে এক সময় প্রাণের সঞ্চার হয়েছিল। যার অবশিষ্টাংশ রয়ে গেছে মেঘের মধ্যে থাকা ওই গ্যাসে। কিন্তু উষ্ণায়নের ফলে শুক্র প্রাণের সঞ্চারে অনুপযুক্ত হয়ে পড়ে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, আনুমানিক ২ কোটি বছর আগে সেখানে প্রাণ সঞ্চারের অনুকূল পরিবেশ ছিল। একটি মহাসাগর ছিল। কিন্তু সেখানে এখন বিরাজ করে কার্বন-ডাই-অক্সাইড। বুধের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় ৪৫০ডিগ্রি সেলসিয়াস। শুক্রের আকাশে ভাসমান মেঘে আছে, তার ৯০% সালফিউরিক অ্যাসিডের কণা। তাই বিজ্ঞানীদের কাছে শুক্র একটি মৃত গ্রহ।