দেশ

পাটনা থেকে আটক প্রশান্ত কিশোর, অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ

পাটনা পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন ভোটকুশলী ও জন সূরয পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) ৭০তম প্রাথমিক পরীক্ষা বাতিলের দাবিতে পাটনার গান্ধী ময়দানে তিনি অনশন করছিলেন। সোমবার ভোররাতে অনশন মঞ্চ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। টেনে হিঁচড়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয় পিকে-কে। কার্যত জোর করেই পাঠানো হয় AIIMS হাসপাতালে। জন সূরয পার্টির অভিযোগ, প্রশান্ত কিশোরের সঙ্গে বর্বরোচিত আচরণ করেছে পুলিশ। এমনকী পুলিশের বিরুদ্ধে তাঁকে চড় মারারও অভিযোগ তোলা হয়েছে। দলের সমর্থকদের দাবি, প্রশান্ত কিশোরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না। পুলিশ পিকে সম্পর্কে কোনও তথ্য জানাচ্ছে না।