আমরণ অনশনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি প্রশান্ত কিশোরের ৷ মঙ্গলবার সকালে তাঁকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সোমবার জেল থেকে ফিরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন ৷ এরপর তাঁর শরীর আরও খারাপ হতে শুরু করে ৷ এরপর এদিন সকালে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, জন সূরয পার্টি সূত্রে খবর, দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে মেদান্তা হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷ ডাঃ প্রধান বলেন, “তিনি গত পাঁচ দিন শুধু জল খেয়ে রয়েছেন ৷ কোনও খাবারদাবার না খাওয়ার ফলে তিনি দুর্বল হয়ে পড়েছেন ৷ এছাড়া পেটে সংক্রমণও রয়েছে ৷ আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷” এদিন হাসপাতালে যাওয়ার সময় সাংবাদিকদের পিকে বলেন, “আমি জল খেয়েছি ৷” সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ৷ এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা ৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন একদা ভোটকুশলী পিকে ৷ গত 2 জানুয়ারি থেকে তিনি ছাত্রদের সমর্থনে আমরণ অনশন শুরু করেছেন ৷ তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এসে ছাত্রদের সঙ্গে দেখা করুন ৷ কিন্তু তা হয়নি ৷ উল্টে সোমবার ভোররাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে তিনি জামিন পান ৷ ছ’দিন ধরে অনশনের পর সোমবার গভীর রাত থেকে জন সূরয পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ মেদান্ত হাসপাতালের চিকিৎসক অজিত প্রধানের নেতৃত্বে একটি চিকিৎসকদের দল তাঁর বাড়িতে এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ৷ এরপরই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক দুর্বলতা, জলবিয়োজন এবং পেটে সংক্রমণের কারণে পিকে-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷