কোভিডের জেরে দেশে অনাথ হয়েছে বহু শিশু। দিল্লিতে এই শিশুদের দায়িত্ব নিয়েছে কেজরিওয়াল সরকার। শনিবার মোদি সরকারও এগিয়ে এসেছে। কিন্তু সেই প্রকল্পে এখন আখেরে খুব বেশি লাভ হচ্ছে না অনাথ শিশুদের। জানিয়েছে, কোভিডে যেসব শিশু বাবা–মাকে হারিয়েছেন, তারা ১৮ বছরে পা দিলেই সরকারি সাহায্য পাবে। এবার এই নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী প্রশান্ত কিশোর টুইটারে লিখলেন, ‘আরও একটা মাস্ট্রাস্ট্রোক মোদি সরকারের। এবার কোভিডে অনাথ শিশুদের প্রতি সহমর্মিতার নতুন সংজ্ঞা তৈরি করলেন। শিশুরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়েই আপাতত বাঁচুক। আর কেন্দ্রের সাহায্যের জন্য ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করুক।’ এখানেই থামেননি পিকে। তিনি এও লিখেছেন, ‘ওই শিশুদের সাহায্যের দরকার এখন। কিন্তু তারা তা পাবে না। বদলে তাদের অপেক্ষা করতে হবে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত। তার আগে প্রধানমন্ত্রীর আশ্বাসের ভরসাতেই থাকতে হবে তাদের।’ সংবিধানের প্রসঙ্গও তুলে আনলেন প্রশান্ত কিশোর। লিখলেন, ‘বিনামূল্যে শিক্ষার অধিকার সংবিধানেই দেওয়া আছে। কিন্তু এই শিশুদের মোদির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আরও একবার সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য।’