আগামী দু-তিন দিন রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে। অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর। তার জেরে দক্ষিণা বাতাস ও দক্ষিণ-পশ্চিম বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। বঙ্গোপসাগরে এগোচ্ছে সক্রিয় মৌসুমী বায়ুও। যার ফলে রাজ্যে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। । মঙ্গলবার থেকে সক্রিয় রূপ ধারণ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে টানা ৪ থেকে ৫ দিন অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে, বাংলা এবং ওড়িশায় বৃষ্টি হবে।