কলকাতা

রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে চুরি, গ্রেপ্তার ১

কলকাতার আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল সব দুষ্প্রাপ্য সামগ্রী। ইতিমধ্যেই এই চুরির ঘটনায় সঞ্জয় জয়সওয়াল নামে ১ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজা রামমোহন রায় মিউজিয়ামের পিছন দিকের পাঁচিল টপকে চোরেরা ভিতরে প্রবেশ করে। করোনাকালে মিউজিয়ামে রাতে কোনও নিরাপত্তারক্ষীও ছিলেন না। দরজার স্ক্রু খুলে ফেলে চোরেরা। তারপর একের পর এক দুষ্প্রাপ্য সামগ্রী সব চুরি করে তারা। তবে চোরেরা রাজা রামমোহন রায়ের জামাকাপড়, খাতা-কলম, বই কিছু চুরি করেনি। চুরি করে নিয়ে যায় দুর্মূল্য বল, চেন, দরজার হ্যান্ডেল, ছিটকিনি ইত্যাদি। রাজা রামমোহন রায় মিউজিয়াম কর্তৃপক্ষ এই চুরির ঘটনার অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আশেপাশের এলাকায় সিভিল ড্রেসে খোঁজখবর শুরু করে। আশেপাশের বাজারগুলিতে চুরি যাওয়া সামগ্রী চোরেরা বিক্রি করবে বলে প্রাথমিক অনুমান করে পুলিশ। আর সেইমতোই বেনিয়াটোলা এলাকার বাজার থেকে সঞ্জয় জয়সওয়াল নামে এক ব্যক্তির কাছে পাওয়া যায় দুর্মূল্য বল, চেন, দরজার হ্যান্ডেল, ছিটকিনিগুলি। তারপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করে চোরেদের হদিশ পেতে চাইছে পুলিশ আধিকারিকরা।