দক্ষিণেশ্বরে চালু হল প্রিপেড ট্যাক্সি বুথ। ওই পরিষেবার সূচনায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাফ জানালেন, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র দক্ষিণেশ্বরের ঐতিহ্য ও সুনাম রক্ষা করতে ট্যাক্সিচালকদেরও ভূমিকা রয়েছে। যাত্রীদের প্রতি আচরণ যেন ভাল হয়। পাশাপাশি, সুষ্ঠু পরিষেবার দিকে নজর রাখতে হবে পুলিশকেও। কমিশনার আরও জানান, নববর্ষের দিনই চালু হবে দক্ষিণেশ্বর থানা। দক্ষিণেশ্বরে বালি সেতুতে ওঠার রাস্তার পাশেই তৈরি হয়েছে প্রিপেড ট্যাক্সি বুথ। বিমানবন্দর, হাওড়া ও কলকাতা স্টেশনের মতো এখানেও ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়ন’-এর সঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের যৌথ উদ্যোগে পরিষেবা চালু হচ্ছে।