রাজ্য সরকার ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার নীতিগত বিরোধী। বিশেষ করে করোনার সময় অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে প্রবেশিকা নিয়ে সরকারের অবস্থান বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই অবস্থায় জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডও জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হয়ে তারা যে প্রবেশিকা নিত, তা আর নেবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বি-টেক কোর্সের প্রবেশিকাও আর নেওয়া হবে না। এই ঘোষণায় পড়ুয়াদের একাংশ বেশ ক্ষুব্ধ। তারা এ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।