ফৌজদারি দণ্ডবিধি সংক্রান্ত তিনটি বিলে সোমবার স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে বিলগুলির আইনে পরিণত হতে আর বাধা রইল না। এই তিন আইনকে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্র অস্ত্র হিসেবে ব্যবহার করবে বলে আশঙ্কাপ্রকাশ করলেন কংগ্রেস সাংসদ পি চিদম্বরম। নাম না করে মোদি সরকারের কড়া সমালোচনা করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এই পদক্ষেপের ফলে ভারতীয় দণ্ডবিধি আরও দানবীয় হয়ে উঠল। দেখা যাবে, সাধারণত এই ধারাগুলির শিকার হচ্ছেন দরিদ্র, খেটে খাওয়া ও অসহায় মানুষরাই। এই মুহূর্তে যাঁরা জেলবন্দি রয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ। ২০২৪ সালে নতুন সরকার ক্ষমতায় এলে তাদের উচিত এই আইনগুলি খতিয়ে দেখা ও দানবীয় অংশগুলি বাদ দেওয়া। ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোড, কোড অব ক্রিমিনাল প্রসিডিওর এবং দ্য এফিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু করছে মোদি সরকার। সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে প্রায় বিরোধীশূন্য অবস্থায় ধ্বনি ভোটে দুই কক্ষেই বিলগুলি পাশ হয় যায়। সোমবার তাতেই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি।