একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামিকাল বৃহস্পতিবার পাঁচ ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর রাষ্ট্রপতির সফর ঘিরে ইএম বাইপাস-সহ দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে বুধবারই বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোজা বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছবেন। এক বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতায় যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে, সেটার সূচনা করবেন। দুপুরে রাজভবনেই মধ্যাহ্নভোজ সারবেন। মধ্যাহ্নভোজ শেষে দুপুর সোয়া একটা নাগাদ রাজভবন থেকে সোজা গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যাবেন রাষ্ট্রপতি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান শেষে বিকেলেই ফিরবেন দিল্লিতে। উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নাগরিক সংবর্ধনা নিতে কলকাতায় এসেছিলেন দেশের সাংবিধানিক প্রধান। যদিও আগামিকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই।