দেশ

সুখোই-৩০ যুদ্ধ বিমানের ককপিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

যুদ্ধ বিমানের ককপিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে নিয়ে মাঝ আকাশে কসরৎ দেখাল সুখোই৩০-এমকেআই ফাইটার জেট। প্রায় আধ ঘণ্টা মাঝ আকাশে রইলেন তিন বাহিনীর প্রধান। জানা গেছে, অসম সফরে গিয়ে যুদ্ধবিমান ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, শনিবার অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে একটি সুখোই-৩০ যুদ্ধবিমানে সওয়ার হন তিনি। নির্দিষ্ট সময়ে দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে রওনা দেয় সেটি। আবার সঠিক সময়ে নিরাপদে তাঁকে নিয়ে তেজপুরের বায়ুসেনা ঘাঁটিতেই ফিরে আসে। প্রসঙ্গত দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে যুদ্ধবিমান ওড়ালেন তিনি। এর আগে ২০০৯ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিলও পুনে থেকে একটি সুখোই বিমান উড়িয়েছিলেন। আজ এই অভিনব অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত দেখাচ্ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। গত ৬ এপ্রিল থেকে অসম সফরে রয়েছেন রাষ্ট্রপতি। গতকাল, শুক্রবার তিনি কাজিরাঙা জাতীয় উদ্যানে গজ উৎসবের সূচনা করেন। আজ, তাঁর ‘সুখোই’ সফরের বিষয়টি আগেই বায়ুসেনার তরফে ঘোষণা করা হয়েছিল।