নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে দেশে ফিরেছে মার্কিন সেনা ৷ এরপরেই আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জানিয়ে দিলেন, তিনি বিশ্বাস করেন সেনা প্রত্যাহার একেবারে সঠিক ও সেরা সিদ্ধান্ত ৷ আফগানিস্তানে যুদ্ধ শেষ ৷ তিনি আর পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে চান না বলেও উল্লেখ করেন ৷ আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, “আমার সতীর্থ আমেরিকাবাসীরা, আফগানিস্তানে যুদ্ধ এবার শেষ হল ৷ এটা একেবারে সঠিক ও সেরা সিদ্ধান্ত ৷ আমি চতুর্থ প্রেসিডেন্ট যাকে এই বিষয়ে মুখোমুখি হতে হয়েছে ৷ কীভাবে যুদ্ধ শেষ হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ আমি আমেরিকাবাসীকে এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ আমি সেই প্রতিশ্রুতিকে সম্মান দিয়েছি ৷” সেইসঙ্গে জানিয়ে দিলেন নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আর যুদ্ধে পাঠাতে চান না তিনি ৷ তিনি বলেন, “সিদ্ধান্তের দায়িত্ব আমি নিচ্ছি । কেউ কেউ বলছেন, আমাদের এটা আগে শুরু করা উচিত ছিল । আমি সম্মানের সঙ্গে অসম্মতি জানাই ৷ এটা যদি আগে করা হত তাহলে তাড়াহুড়ো হয়ে যেত ৷ বা বিষয়টি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেত ৷”