দেশ

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ঢাকা যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এবছর বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ৷ এই দিনটির উদযাপনে প্রতিবেশী দেশের পাশে থাকতে আজ বাংলাদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ  ৷ আজ তিনদিনের সফরে ঢাকায় পাড়ি দিচ্ছেন তিনি ৷ বিজয় দিবসের ৫০তম বর্ষে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ৷বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, “বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর ৷ তিনি সফর করবেন ১৫-১৭ ডিসেম্বর ৷ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ৫০তম বিজয় দিবস পালনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি কোবিন্দকে ৷ সেই কারণেই তাঁর এই সফর ৷” ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ ৷ আত্মসমর্পণ করে পাক বাহিনী ৷ সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয় ওপার বাংলায় ৷