উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে থাকা ১ হাজার ৬২১ জন শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভোটের কর্তব্য পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১ হাজার ৬২১ জন মারা গেছেন।শিক্ষক সংঘের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের ৭৫ জেলায় ১ হাজার ৬২১ শিক্ষক ও শিক্ষাকর্মী এখনও পর্যন্ত মারা গিয়েছেন। তাঁরা প্রত্যকে ভোটের কাজে গিয়েছিলেন। সেই সব শিক্ষাকর্মীদের নাম, ঠিকানা ও স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য ইতিমধ্যেই তালিকা আকারে প্রকাশ করেছে ওই সংগঠন। এতজন শিক্ষাকর্মীর মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে উত্তরপ্রদেশ শিক্ষক সংঘ। তাদের তরফে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারপিছু ১ কোটি টাকা দিতে হবে সরকারকে।