ভিক্টোরিয়া মেমোরিয়ালে সঙ্গীতানুষ্ঠানের পর নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নেতাজি গ্যালারি। এদিন প্রধানমন্ত্রী বলেন, নেতাজির নাম শুনলেই আবেগতড়িত হই। শক্তিসঞ্চারিত হয়। তিনি বলেন, শ্রদ্ধা জানাই নেতাজিকে। বাংলা আমাদের দেশপ্রেম শিখিয়েছে। বাংলা থেকেই জাতীয় সঙ্গীত পেয়েছি। নেতাজিকে উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যে ভারতকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতে পারবে। প্রধামন্ত্রী মোদি এদিন বলছিলেন নেতাজীর আদর্শেই আত্মনির্ভরতার পথ। এই বাংলাই ছিল নেতাজির কর্মভূমি। তার আদর্শেই আত্মনির্ভর হয়ে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদি বলেন, পরাক্রম ও প্রেরণার প্রতীক নেতাজি। মোদির আশ্বাস প্রতিবছর পরাক্রম দিবস পালিত হবে। আজ আমাদের কাছে উদ্দেশ্য ও শক্তি আছে। নেতাজি বলেছিলেন, আজ আমাদের কেবল একটা ইচ্ছে থাকা উচিত। আমাদের ভারত বেঁচে যেতে পারে। দেশের জন্য বাঁচি, এটাই আমাদের লক্ষ্য। পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে আত্ননির্ভর বানাতে হবে। দুনিয়ার জন্য উচ্চমানের পণ্য তৈরি করতে হবে। স্বাধীন ভারতের স্বপ্নে আস্থা হারিয়ো না। দেশে এমন কোনও শক্তি পরাধীনতার শৃঙ্খলায় বেঁধে রাখবে। সত্যিই দুনিয়ায় এমন কোনও শক্তি নেই, ১৩০ কোটি দেশবাসীকে আত্মনির্ভর ভারত তৈরিতে বাধা দিতে পারে: নরেন্দ্র মোদী।