দেশ

মহাষ্টমীতে শুভেচ্ছা জানিয়ে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

মহাষ্টমীর সকালে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে মা দুর্গার কাছে সমাজে আনন্দ এবং খুশির জন্য প্রার্থনা করলেন তিনি। বাংলা হরফে তিনি টুইট করে লেখেন, ‘আজ দুর্গাপুজোর মহাষ্টমীর পুণ্য লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের ওপর বর্ষিত হোক। তাঁর আশীর্বাদে আমাদের সমাজ আনন্দ ও খুশিতে ভরে উঠুক।’ উল্লেখ্য, গত ২০২০-তে ভোটের আগে খুব ধুমধাম করে সল্টলেকের ইজেডসিসিতে পুজোর আয়োজন করেছিল রাজ্য বিজেপি। বাংলার বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর সেই পুজোই হচ্ছে কার্যত ‘নমো নমো’ করে। শাহ-নাড্ডা দূর, পুজোর উদ্বোধনে রাজি নন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। পুজোর উদ্বোধন করার জন্য দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়েছিল রাজ্য বিজেপি। সশরীরে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য যোগাযোগ করা হয়েছিল দলের অন্যান্য শীর্ষনেতাদের সঙ্গে। নয়াদিল্লির দীনদয়াল মার্গের সদর দফতরেও চিঠি পাঠানো হয়েছিল। সূত্রের খবর, কারও কাছ থেকেই ইতিবাচক সংকেত মেলেনি। তৃতীয়া-চতুর্থীর মধ্যে রাজ্যের সিংহভাগ পুজো উদ্বোধন হয়ে গেলেও বিজেপির পুজোর প্যান্ডেলের কাজ শেষ হয়েছে রবিবার। তবে, ভোটবিপর্যয়ের মধ্যে পুজোতে সকলকে টুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।