আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ পূর্ব মেদিনীপুরের যশ কবলিত স্থানগুলি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ৷ যাবেন ওড়িশাতেও ৷ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডাতে আসাতে পারেন প্রধানমন্ত্রী । ঘূর্ণিঝড় যশের সঙ্গে সঙ্গে মঙ্গলবার রাত থেকে ভরা কোটালের কারণে প্রবল জলোচ্ছ্বাস হয় দিঘাতে । ওড়িশা ও বাংলার কিছু অংশে তাণ্ডবলীলা চালায় যশ ৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছ থেকে এবিষয়ে রিপোর্টও চেয়েছেন পিএমও ৷ মুখ্যমন্ত্রীকে সঙ্গী করে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী । ইতিমধ্যে যশ মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র । যা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । কারণ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷ ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ৷ তারপর প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ কিন্তু প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসায় সেই পরিকল্পনায় খানিক বদল আসতে পারে বলেই মনে করা হচ্ছে ।