দেশ

দেশ জুড়ে পালিত হবে ‘শিক্ষা-পরব’, ৭ সেপ্টেম্বর শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

ছাত্রছাত্রীদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য সকল শিক্ষকেরা নিরলস পরিশ্রম করে চলেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নয়া শিক্ষানীতি প্রয়োগের পথে অগ্রসর হতে, আগামী ৭ থেকে ১৭ সেপ্তেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে পালিত হবে ‘শিক্ষা-পরব’। এই উপলক্ষে, শিক্ষক, ছাত্রছাত্রী এবং শিক্ষার সঙ্গে যুক্ত অন্যান্যদের উদ্দেশ্যে আগামী 7 সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও, ওইদিন আরও পাঁচটি উদ্যোগের শুভসূচনাও করবেন তিনি। এর মধ্যে রয়েছে 10,000 শব্দের ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ অভিধান, টকিং বুক (দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য), CBSE-র School QualityAssesment and Accrediation Framework (SQAAF), NIPUN ভারতের জন্য NISTHA শিক্ষক প্রশিক্ষণ প্রকল্প এবং স্কুলে শিক্ষা সেচ্ছাসেবী, অনুদান ও CSR প্রদানকারী সংস্থাগুলির জন্য বিদ্যাঞ্জলি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।