জেলা

উত্তর ২৪ পরগণার বেসরকারি বাস পরিষেবা বন্ধের মুখে!

বেসরকারি বাসের মালিক পক্ষ আগেই জানিয়েছিল ভাড়া না বাড়লে বাস চলবে না । পরিবহন দপ্তরের সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। এইসবের মধ্যেই গতকাল উত্তর ২৪ পরগণার একটি রুটে চলল বেসরকারি বাস । তবে অভিজ্ঞতা তিক্ত । লাভের মুখ দেখলেন না বলে জানালেন বাস মালিকরা । উত্তর ২৪ পরগণার ডিএন-৪৪ রুটে বাস ২৭ মে থেকে কয়েকটি বাস চলছে । গতকাল থেকে এই রুটে আটটি বাস চলাচল করছে । বনগাঁ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১০০ কিমির এই রুটে প্রতিদিন চলবে আটটি বেসরকারি বাস । সরকারি নির্দেশিকা মেনে সকাল সাতটায় বনগাঁ থেকে প্রথম বাসটি দক্ষিণেশ্বরের দিকে রওনা হয় । দক্ষিণেশ্বর থেকে শেষ বাসটি সাড়ে চারটের সময় বনগাঁর দিকে রওনা হয় । আপ ও ডাউন মিলিয়ে সংশ্লিষ্ট রুটে প্রতিদিন আটটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই রুটে মোট বাস সংখ্যা হল ৩৭। ডিএন-৪৪ রুট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের (বনগাঁ-দক্ষিণেশ্বর) সম্পাদক বলেন, “মুখ্যমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের অনুরোধে বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে । তবে দুইদিন বাস চালিয়ে আমাদের চরম তিক্ত অভিজ্ঞতা । এইভাবে বেশিদিন পরিষেবা দেওয়া সম্ভব নয় ।২০জন যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব হচ্ছে না । কারণ কোনও কোনও জায়গা থেকে একই পরিবারের সদস্য উঠে চাইলে তাঁদের আপত্তি জানানো যাচ্ছে না । বেশ কয়েকটি জায়গায় যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের বচসাও হচ্ছে । তার উপর কোনও বর্ধিত ভাড়াও নেওয়া যাচ্ছে না । মালিকের টাকা তো দূরে থাক জ্বালানি খরচটুকুও উঠছে না । প্রত্যেকটি গাড়িতে লোকসান হয়েছে ব্যাপক । স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে । তারা কোনও সুরাহা না করলে এইভাবে দীর্ঘদিন পরিষেবা দেওয়া সম্ভব হবে না । অগত্যা রবিবার পর্যন্ত গাড়ি চালিয়ে পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হতে হবে ।”