কলকাতা

হাথরাস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর

হাথরাস কাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে শহরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল চারটে নাগাদ বিড়লা তারামন্ডল থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে। তৃণমূল নেতা, কর্মী, সমর্থকরা ছাড়াও মমতার সঙ্গে পদযাত্রায় পা মেলান অসংখ্য মানুষ। উত্তর প্রদেশ সরকারকে ঠুকে মমতার কটাক্ষ, ‘‌সীতাকে মাত্র একবার অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আজ, যোগী আদিত্যনাথের রাজ্যে মেয়েদের ধর্ষণই করা হচ্ছে না তাঁদের পুড়িয়েও দেওয়া হচ্ছে।’‌  
কোভিড মহামারীর পর গত ছয় মাসে এই প্রথম পদযাত্রায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগে এনআরসি–সিএএ–র প্রতিবাদে শেষবার মিছিল করেছিলেন তিনি। মিছিলে জমায়েতের কথা চিন্তা করে কোনওরকম ঝুঁকি না নিয়ে এদিন সকালেই পদযাত্রার পুরো তিন কিলোমিটার রাস্তা অত্যাধুনিক স্যানিটাইজার মিস্ট মেশিন দিয়ে স্যানিটাইজ করা হয়। পদযাত্রায় অংশগ্রহণকারী সবার মুখেই ছিল মাস্ক। প্রথম থেকেই হাথরসের ঘটনার তীব্র নিন্দা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ সফরের শেষ দিনে যোগী রাজ্যের শাসনব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।