কলকাতা

পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাশ, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

করোনা পরিস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন ছাত্র ছাত্রীর পরীক্ষা দিতে হবে না। কোনও মূল্যায়ন হবে না। অর্থাত্‍ চলতি বছরে পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারবেন। সোমবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার জারি করা নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ‘ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে কোন পরীক্ষা বা মুল্যায়ন ছাড়াই। কিন্তু যখনই স্কুল খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করবে তারপর এই নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে।’ তবে শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কথা এদিনের নির্দেশিকায় বলার পাশাপাশি স্কুলগুলিকে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও একপ্রকার নিতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ” মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের এবছর কোন সিলেকশন টেস্ট হবে না। কিন্তু স্কুল গুলিকে অনুরোধ করা হচ্ছে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যাতে তাদের ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি করেন। প্রয়োজন হলে স্কুলগুলি মক টেস্ট নিতে পারে।”