কলকাতা

ভবানীপুর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করল কলকাতা পুলিশ

কলকাতাঃ ভবানীপুর কেন্দ্রে অশান্তি ছড়ানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করল কলকাতা পুলিশ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ গতকাল ভবানীপুরে প্রচারে গেলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় ৷ তারই জেরে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) করেছে পুলিশ ৷ কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া জানান, ভবানীপুর থানায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের দ্বারা একটি সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা শুরু হয়েছে । লালবাজার সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ, করোনা বিধিকে উপেক্ষা করা, বল প্রয়োগ করা, মহিলাদের গায়ে হাত দেওয়া, তাঁদের উদ্দেশে অশ্লীল

কথাবার্তা বলা সহ একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থল সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করছে । সোমবার ভবানীপুর উপনির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ । অভিযোগ, দিলীপ ঘোষকে সেখানে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এলাকার বাসিন্দারা ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে । এর পরেই একসময় দিলীপ ঘোষকে ঘিরে ফেলেন স্থানীয় মানুষ ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ স্থানীয়রা স্লোগান তোলে ‘জয় বাংলা’ ৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন দিলীপ ঘোষ ৷ সেই সময় বিক্ষোভকারীদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে দিলীপ ঘোষকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যান সিআইএসএফ-এর জওয়ানরা। সেই ঘটনার জেরেই এ বার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ ।