দিন দিন বেড়েছে রান্নার গ্যাসের দাম। বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। তাতে কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম না বাড়লেও দেশে জ্বালানির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। রান্নার গ্যাসের দাম ৮০০ টাকার বেশি আর পেট্রোলের দাম লিটার প্রতি ৯০ টাকা ও ডিজেলের দাম ৮৩.৭৫ টাকা। যার জেরে এদিন তীব্র বিক্ষোভের মুখে পড়লেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন আদ্যাপীঠের মন্দিরের কাছে ধর্মেন্দ্র প্রধানের সামনে তীব্র বিক্ষোভ দেখান সিপিএম-এর কর্মীরা। কালো ব্যানার ও হাতে দলের ঝান্ডা নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে লক্ষ্য করে রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। এরই সঙ্গে তারা জানান অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমাতে হবে। আর এই বিক্ষোভের মুখে পড়েই পেট্রোলিয়াম মন্ত্রী জানান, রান্নার গ্যাসের দাম কমেছে, আগামী দিনে আরও কমবে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম কমার ইঙ্গিত দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। এর আগে কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান ওই এলাকার কিছু মানুষ। অস্বাভাবিক হারে রান্নার গ্যাসের দাম বাড়ায় বাড়ি বাড়ি প্রচারে যাওয়ার সময়েই রাজু বন্দ্যোপাধ্যায়কে দেখে অভিযোগ করতে থাকেন ওই এলাকাবাসী। জেলাতেও একাধিক বিজেপি প্রার্থীকে ঘিরে রান্নার গ্যাসের দাম নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। একুশের নির্বাচণে রান্নার গ্যাসের দাম বিজেপির ভোট না পাওয়ার অন্যতম কারণ হতে পারে বলে দাবি করেছে রাজনৈতিক মহল। তাই খুব শীঘ্রই দাম কমার আশ্বাস দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। এদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। এরপর আদ্যাপীঠে পুজো দিয়ে বেলঘরিয়ায় রোড শো করেন তিনি।