হকার উচ্ছেদের নোটিস জারি করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর স্টেশন দীর্ঘ দিন ধরে ব্যারাকপুর শাখায় বিভিন্ন রেল স্টেশন চত্বরে হাজার হাজার হকার ব্যবসা করে রুটি রুজি চালান। তাদের উচ্ছেদের নোটিসকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম যৌথ বিক্ষোভ দেখায় স্টেশনে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, স্টেশন চত্বর ও লাগোয়া এলাকা থেকে সমস্ত হকারদের সরিয়ে দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতেই ব্যারাকপুর স্টেশনের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের নোটিস দিয়েছে রেল দফতর। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে যৌথ ভাবে বিক্ষোভ দেখাল তৃণমূল ও সিপিএম। এদিন স্টেশনের আরপিএফ অফিস ও স্টেশনমাস্টারের ঘরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল ও বাম কর্মীরা। রেল দফতরকে বিভিন্ন দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেন তাঁরা। উভয় পক্ষের দাবি, হকারদের পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন না দিয়ে হকারদের উচ্ছেদ করা যাবেনা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যারাকপুর স্টেশন চত্বরে। র্বাসন না দিয়ে হকারদের উচ্ছেদ করা যাবেনা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যারাকপুর স্টেশন চত্বরে। এদিন বিক্ষোভে সামিল হয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘আমরা রেল কর্তৃপক্ষের কাছে একটি দাবি জানিয়েছে যে এই চত্বরে প্রায় ২০০-২৫০ জন হকার আছে। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ করতে দেব না। কেন্দ্র সরকার হকার উচ্ছেদের জন্য বাংলাকেই বেছে নিয়েছে শুধু।’ সেই একই সুরে সুর মিলিয়ে পুনর্বাসনের দাবি জানালেন সিপিএম কর্মীরাও।