কলকাতা

ভবানীপুরে অশান্তির অভিযোগে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

 ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহন সকাল থেকেই শান্তিপূর্ণ চলছিল। বেলা বাড়তেই বিক্ষিপ্ত গোলমালের খবর আসছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ভবানীপুর গুরুদ্বারার কাছে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এক পুলিশকর্মীকে প্রকাশ্যেই ধমক দিলেন। তাঁর অভিযোগ, ১৪৪ ধারা লঙ্ঘন করা হচ্ছে। বিজেপি প্রার্থী ওই এলাকায় পৌঁছাতেই গোলমাল শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এরপরই বেলা একটা নাগাদ ভোটগ্রহন দেখতে বিজেপি প্রার্থী পৌঁছন ভবানীপুরে খালসা হাইস্কুলে। কিন্তু সেখানে তিনি গিয়েই দাবি তোলেন বুথে ভুয়ো ভোটার রয়েছে। প্রতিবাদ করে তৃণমূল। বুথ চত্বরেই শুরু হয়ে যায় দুই পক্ষের বচসা। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশকর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতারা দাবি করেন, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।