কলকাতা

‘আপনাদের প্রার্থী হতে পেরে গর্বিত,’ নন্দীগ্রাম দিবসে ‘শহিদ’ স্মরণে টুইট মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ ১৪ বছর আগে এমনই এক ১৪ মার্চ পুলিশ ও সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে নন্দীগ্রামে খুন হওয়া ১৪ জন ‘শহিদ’কে আজ স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সবচেয়ে উল্লেখ্যযোগ্য দিন অর্থাৎ ‘নন্দীগ্রাম দিবসে’র স্মৃতি টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘২০০৭ সালের ঘটনায় নন্দীগ্রামে অনেককে খুন করা হয়েছিল। অনেকের আবার দেহও খুঁজে পাওয়া যায়নি। ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়ে যাঁরা শহিদ হারিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানাই।’ এরপরই লেখেন, প্রতিবারের মতো এবারও এই দিনটি কৃষক দিবস হিসেবে পালিত হয়েছে। এবং কৃষকরত্ন পুরস্কার দেওয়া হবে। তিনি এও লেখেন, আপনাদের প্রার্থী হতে পেরে আমি গর্বিত। নন্দীগ্রাম থেকে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়বেন তৃণমূল সুপ্রিমো। সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য কাজ করতে পারবেন বলে তিনি খুশি। এই টুইটের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী যেন বুঝিয়ে দিতে চাইলেন, কোনওরকম আঘাত তাঁর লড়াইয়ের সামনে বাধা হতে পারবে না। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পায়ে গুরুতর চোট পেলেও রবিবারই হুইলচেয়ারে বসে নির্বাচনী ময়দানে কামব্যাক করতে চলেছেন তিনি। এদিন শহরে নন্দীগ্রামের ঘটনার প্রতিবাদে মহামিছিলে নামছে তৃণমূল।