শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন রাজ্যে ছুটির দিন হিসাবে পালন করা হবে। এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, বড়মা শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের আশ্রমে আমি বহুবার এসেছি। অনেকেই জানেন না ৩০ বছর ধরে বড়মার চিকিৎসা আমি করিয়েছি। মতুয়াদের এত লোকজন আছে কেউ জানতেন না। আমার কাছে এটা কোনও নতুন জায়গা নয়।’ মুখ্য়মন্ত্রী আরও বলেন, মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। তবে এর কোনও নির্দিষ্ট দিন নেই। বাংলা মতে ইংরেজি মতেও নেই। তাই যেদিন মেলা হয় সেদিনই ওই তিথি। আপনারা আমাকে ৬ মাস আগে জানিয়ে দেবেন, মধুকৃষ্ণ ত্রয়োদশীতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করবে।