ভাইরাল

১৭ গ্রাম হেরোইন সহ গ্রেফতার পঞ্জাব পুলিশের মহিলা কনস্টেবল

গোটা রাজ্যে মাদক-বিরোধী অভিযান চালাচ্ছে পঞ্জাবের আপ সরকার। সেই অভিযানের অংশ হিসেবে এবার গ্রেফতার হলেন পঞ্জাব পুলিশের এক সিনিয়র লেডি কনস্টেবল। গ্রেফতারের পর শুক্রবার রাতে কনস্টেবলকে বরখাস্ত করেছে পঞ্জাব পুলিশ।  সিনিয়র মহিলা কনস্টেবলের ইউনিফর্ম পরেই সোশ্যাল মিডিয়ায় রিলস ছড়িয়ে ঝড় তুলতেন। ইনস্টাগ্রামে যাঁর ফলোয়ারের সংখ্যা ৩৭ হাজার। ১৭.৭১ গ্রাম হেরোইন সহ ধরা পড়েন তিনি। ওই মহিলা কনস্টেবল আমনদ্বীপ কউরকে চাকরি থেকে বরখাস্ত করল পঞ্জাব পুলিশ । পঞ্জাব সরকার মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারই মধ্যে খোদ পুলিস কর্মী মাদক পাচারের দায়ে ধরা পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ডিএসপি হরবনস সিং ধালিওয়াল বলেন, যৌথ অভিযানে বাদল ফ্লাইওভারের কাছে একটি জায়গা আমরা ঘিরে ফেলি। আমরা একটি সন্দেহজনক গাড়িকে আটক করি। ওই গাড়ির ড্রাইভার ছিলেন আমনদ্বীপ। তাঁর সঙ্গে যশোবন্ত সিং নামে একজন ছিলেন। গাড়ি তল্লাশি করে ১৭.৭১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই পুলিশ কর্মী সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। প্রায়ই রিল পোস্ট করেন। ইউনিফর্ম পরেই রিলস করতে দেখা যায় তাঁকে। ওই পুলিশকর্মীকে সিধু মুসেওয়ালার গানের ভিডিও প্রকাশ করতে দেখা যায়। ওই পুলিশকর্মীর বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কোথা থেকে মাদক দ্রব্য নিয়ে আসছিলেন। কোথায় নিয়ে যাচ্ছিলেন। খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, লেডি কনস্টেবলের একটি এসইউভি গাড়ি এবং একটি মাহিন্দ্রা থর গাড়ি রয়েছে। সেই গাড়ি দুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি সুপার হরবংশ সিং। তিনি জানান, একটি যৌথ অভিযানে ভাটিন্ডার বাদল ফ্লাইওভারের নীচে লেডি কনস্টেবলের গাড়ি আটকানো হয়। সেই গাড়ি থেকে হেরোইন উদ্ধার হয়েছে। পরে চালককে জিজ্ঞাসা করে জানা যায় গাড়িটি হল আমনদীপের।জানা গিয়েছে, আমনদীপ ভাটিন্ডা পুলিশ লাইনে কর্তব্যরত ছিলেন। এসবের পাশাপাশি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে লেডি কনস্টেবলের। ‘police_kaurdeep’ নামে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩৭ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। সেখানে অধিকাংশ ভিডিয়োতেই তাঁকে পুলিশের পোশাক পরে রিলস বানাতে দেখা গিয়েছে। এর পাশাপাশি অভিনব ঘড়ি এবং আইফোন ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। এই বিষয়টি সামনে আসার পরেই রাজ্য পুলিশের ডিজি নির্দেশ জারি করেছেন যে পুলিশ অফিসাররা উর্দি পরে রিলস বানাতে পারবেন না।