দেশ

উত্তরপ্রদেশ, হরিয়ানার পর এবার কৃষি আইন বাতিলের দাবিতে মহাপঞ্চায়েত পঞ্জাবে

উত্তরপ্রদেশ, হরিয়ানার পর এবার কৃষি আইন বাতিলের দাবিতে মহাপঞ্চায়েত পাঞ্জাবে। বৃহস্পতিবার পাঞ্জাবের জাগরাও সবজিমন্ডির কাছে অনুষ্ঠিত এই মহাপঞ্চায়েতে যোগ দেন প্রায় লাখ কৃষকরা। বহু দূর দূরান্ত থেকে এদিনের পঞ্চায়েতে সাধারণ মানুষও যোগ দিতে আসেন। এদিনের জনসভায় কৃষক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রের মোদি সরকার এই আইন বাতিল করবে ততক্ষণ এই আন্দোলন চলবে। তাঁরা আরও জানান, এই লড়াই এখন আর শুধু কৃষকদের লড়াই নেই। সাধারণ মানুষের লড়াইতে পরিণত হয়েছে। এই লড়াইতে ৯৯ শতাংশ মানুষ কৃষকদের পক্ষে দাঁড়ালেও মোদি সরকার তাঁদের কথা না শুনে কর্পোরেটদের কথাই শুনছে। কেন্দ্রের আলোচনার প্রস্তাব সম্পর্কে এদিন কৃষক নেতৃত্ব বলেন, এই আলোচনার প্রস্তাব এক মিথ্যা ছাড়া কিছুই নয়। একদিকে সীমান্তে পেরেক, গজাল দিয়ে ব্যারিকেড তৈরি করে, রাস্তা আটকে কেন্দ্র আন্দোলনকারীদের প্রয়োজনীয় জিনিসপত্র আনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। কেন্দ্র সরকার নিজেরাই আলোচনার রাস্তা বন্ধ করে রাখতে চাইছে। তাঁরা আরও বলেন কৃষকরা শেষ রক্তবিন্দু দিয়ে এই আইন বাতিলের দাবিতে লড়াই চালিয়ে যাবে।

https://twitter.com/Kamalpreet1511/status/1359837742817976323