পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত কালিবেলে গ্ৰামে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় । বৃহস্পতিবার সকালে স্থানীয় কিছু ব্যক্তি ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ভিলেজ পুলিশকে জানায়। ভিলেজ পুলিশ ঘটনার কথা মেমারি থানায় জানায় । ঘটনাস্থলে আসেন মেমারি থানা ও সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ছড়ায়। মৃত ব্যক্তির নাম – ঝুনি সর্দার , বয়স আনুমানিক ৩৫ বছর। পরিবারের সুত্রের খবর, প্রতিদিনের মত – গত কাল বুধবার সন্ধ্যা নাগাদ কালনার মতিশ্বর বাজারে বাজার করতে যায় ওই মহিলা ।রাত হলেও আর বাড়ি ফেরে না । আজ বৃহস্পতিবার সকালে মেমারি থানার অন্তর্গত কালিবেলে গ্ৰামের এক বাঁশবাগানে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।