বিদেশ

গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা অফিসারের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কাতার আদালত

গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে ধৃত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মৃত্যুদণ্ডের নির্দেশ কাতারের আদালতের। আর এই নির্দেশ আসার পরই তৎপর দিল্লি। আদালতের এই মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে দিল্লি। ধৃত ৮ প্রাক্তন অফিসারের জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়ে দেয়া কাতারের আদালয়। দফায় দফায় তাঁদের হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। শেষে বৃহস্পতিবার ৮ জনকেই মৃত্যুদণ্ডের নির্দেশ কাতারের আদালতের। স্বাভাবিকভাবেই আদালতের এই নির্দেশ জানার পর হতবাক দিল্লি। কারণ কোন মামলায় ওই ৮ জনকে জেলে রাখা হয়েছিল, সেটাও কাতার প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি বলে অভিযোগ।  আদালতের নির্দেশের পরই বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “মৃত্যুদণ্ডের নির্দেশে আমরা হতবাক। রায়ের সম্পূর্ণ প্রতিলিপির জন্য অপেক্ষা করছি। ধৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও কথাবার্তা চলছে। সবদিক খতিয়ে দেখছি আমরা।”