আগামীকাল বোলপুরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরে রাজনৈতিক ও অরাজনৈতিক – দুটি কর্মসূচি রয়েছে অমিত শাহর । তাঁকে সম্মান জানাতে বোলপুরকে শাহর ব্যানার, পোস্টারে প্রায় মুড়ে ফেলেছে বিজেপি। আর সেই পোস্টার ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। ফ্লেক্সে দেখা যাচ্ছে, অমিত শাহের ছবির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার নিচে আবার স্থানীয় বিজেপি সাংসদ অনুপম হাজরার ছবি। কেন ব্যানারে অমিত শাহর নিচে রবীন্দ্রনাথের স্থান? এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন রবীন্দ্রপ্রেমী মানুষজন। আজ সকালে বোলপুরের বিভিন্ন প্রান্তে এই পোস্টার চোখে পড়তেই তীব্র শোরগোল শুরু হয়েছে। বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক ও সাধারণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায়, মনীষীদের সম্মান জানিয়ে তাঁদের ছবিই হোর্ডিং বা ব্যানারে সবার উপরে স্থান পায়। কিন্তু এখানে ঠিক তার উলটো ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, অমিত শাহকে স্বাগত জানাতে গিয়ে এসব পোস্টার, ব্যানারে বিজেপি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে। তা তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। বীরভূম জেলা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েকের মন্তব্য, ‘এটা খুব দুঃখজনক ঘটনা। গুরুদেবকে অপমান করার অধিকার ওদের কে দিয়েছে?’