জেলা

বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ বাগনানে, নামানো হয়েছে র‍্যাফ ও জলকামান

বিজেপি কর্মী কিংকর মাঝির খুনের প্রতিবাদে আজ হাওড়ার বাগনানে ১২ ঘণ্টার বনধ ডেকেছে রাজ্য বিজেপি। এদিকে বনধে অশান্তির আশঙ্কায় বাগনানের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে নামানো হয়েছে RAF । রয়েছে জলকামানও । বাগনানের রাস্তায় রাস্তায় কড়া পুলিশি প্রহরা বসিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে প্রশাসন । পাশাপাশি ১২ ঘণ্টার এই বনধ ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূল । গতকাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে কিংকর মাঝিকে। অভিযোগ মূলত তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে।পুলিশ সূত্রে খবর, ২৪ অক্টোবর তাঁর বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে মারা যান তিনি। বিজেপি তাঁকে দলীয় কর্মী হিসেবে দাবি করে জানায়, শাসকদলের লোকজন রাজনৈতিক কারণে তাঁকে খুন করেছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হয়েছে তাঁর বলে জানায় পুলিশ। এই ঘটনায় দুই অভিযুক্তের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।