দেশ

মোদি পদবি নিয়ে কটাক্ষ জের, মানহানির মামলায় হাজিরা দিতে সুরাত আদালতে রাহুল গান্ধী

ভোটের প্রচারের সময় ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করে করেছিলেন রাহুল গান্ধী। সেজন্য মানহানির মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় বয়ান রেকর্ড করতে এদিন গুজরাতের সুরাতে ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছলেন রাহুল গান্ধী। সেখানে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এএন দাভের নির্দেশে বয়ান রেকর্ড করবেন তিনি। আদালতে ঢোকার আগে রাহুল টুইটারে লিখলেন, ‘‌অস্তিত্বের মূল রহস্যই হল নির্ভীক থাকা।’‌ ২০১৯ সালের ১৩ এপ্রিল কর্নাটকে লোকসভা ভোটের প্রচারে গেছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, ‘‌নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি.‌.‌ কী করে তাঁদের সবার পদবি মোদি হয়!‌ কী করে সব চোরেদের পদবি মোদি হয়!‌’‌ প্রসঙ্গত ললিত মোদি এবং নীরব মোদির বিরুদ্ধে ঋণখেলাপ, টাকা কারচুপির অভিযোগ রয়েছে। তাঁরা বহু বছর ধরে দেশে ছেড়ে ফেরার। এই মন্তব্যের পরেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন সুরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। সেই মামলাতেই রাহুল গান্ধীকে বয়ান রেকর্ডের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।