রাম মন্দির উদ্বোধনের সঙ্গে দেশের স্বাধীনতাকে এক সূত্রে গেঁথেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভাগবতকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধনের দিন মোহন ভাগবতের মন্তব্যের প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরেই ভারত ‘আসল স্বাধীনতা’ পেয়েছে। এই মন্তব্যের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীর দাবি, অন্য কোনও দেশ হলে এমন মন্তব্য করার জন্য মোহন ভাগবতকে গ্রেপ্তার করা হতো। বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাহুল বলেন, ‘আরএসএস প্রধান বলেছেন ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি। তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে ভারত স্বাধীনতা পেয়েছে। উনি বলেছেন সংবিধান আমাদের স্বাধীনতার চিহ্ন নয়।’ রাহুলের অভিযোগ, ‘মোহন ভাগবত যা বলেছেন তা আদতে দেশবিরোধী কাজ, কারণ তিনি সংবিধানকে অস্বীকার করেছেন। তিনি বলতে চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করা হয়েছে তার কোনও দাম নেই।’ এর সঙ্গেই রাহুলের তোপ, ‘অন্য কোনও দেশ হলে ওঁকে গ্রেপ্তার করে মামলা হতো।’ মোহন ভাগবতের মন্তব্য প্রতিটি ভারতীয়র জন্য অপমানজনক বলেও তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা। সোমবার ইন্দোরে একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেছেন, ‘অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত কারণ ওইদিনই ভারত আসল স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত রাজনৈতিক ভাবে স্বাধীনতা পেয়েছিল। আমরা সংবিধানও এনেছিলাম। কিন্তু সংবিধান অনুসারে দেশ চলেনি।’